ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ওয়াশিংটনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৮, সেপ্টেম্বর ৩, ২০২৫
ওয়াশিংটনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম তারেক মো. আরিফুল ইসলাম

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক মো. আরিফুল ইসলাম।

তিনি জেনেভায় জাতিসংঘ মিশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আসাদ আলম সিয়াম। তিনি পররাষ্ট্র সচিব হিসেবে যোগদান করায় ওয়াশিংটনে রাষ্ট্রদূত পদটি শূন্য হয়। এখন তারেক মো. আরিফুল ইসলাম এ পদে দায়িত্ব নিতে যাচ্ছেন।

এর আগে তারেক মো. আরিফুল ইসলাম শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা।  

এর আগে তিনি জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, বাংলাদেশের কলকাতা মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তারেক মো. আরিফুল ইসলাম।

টি আর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।