হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো শাখায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো সম্পূর্ণ নির্বাপণ হয়নি।
রোববার (১৯ অক্টোব) সকাল থেকে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে।
বিকেল সাড়ে ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
এর আগে শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ১৮ মিনিটে নিয়ন্ত্রণে আসে বিমানবন্দরের আমদানি কার্গো শাখার আগুন।
এদিন দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে। খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে। মোট ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এসসি/ইএসএস/আরবি