বুধবার (০১ মে) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলানিউজকে স্থানীয়রা জানান, লামাপাড়া কাজিরগাঁও গ্রামের এক পরিত্যক্ত বাড়িতে ওই যুবকে কে বা কারা হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। ঘটনার পর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে ওসি আল মামুন বলেন, যুবকটিকে পরিত্যাক্ত বাড়িতে এনে খুন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যুবকের পরিচয় নিশ্চিত হতে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ০১২০ ঘন্টা, মে ০২, ২০১৯
এনইউ/পিএম/