ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আগৈলঝাড়ায় ককটেল-সদৃশ ৫ বস্তু ‍ও ছুরি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩১, মে ২, ২০১৯
আগৈলঝাড়ায় ককটেল-সদৃশ ৫ বস্তু ‍ও ছুরি উদ্ধার ফাইল ফটো

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় খড়ের স্তূপ থেকে ককটেল-সদৃশ ৫টি বস্তু ও একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ মে) দুপুরের দিকে উপজেলার রত্নোপুর ইউনিয়নের বার পাইকা গ্রামের কৃষক শ্যামল বাড়ৈর খড়ের স্তূপ থেকে এসব উদ্ধার করে পুলিশ।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানা পুলিশ শ্যামল বাড়ৈর খড়ের স্তূপে তল্লাশি চালায়।

এসময় লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ককটেল-সদৃশ ৫টি বস্তু ও একটি ছুরি উদ্ধার করা হয়। পরে পানিভর্তি বালতির মধ্যে ডুবিয়ে সেগুলো থানায় নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময় : ০০২৫ ঘণ্টা, মে ০২, ২০১৯
এমএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।