এ উপলক্ষে বুধবার (১ মে) সিলেটের লাক্কাতুড়া চা বাগান এলাকায় থেকে একটি র্যালি বের করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালি কার্যকরি পরিষদ (রেজি নম্বর বি-৭৭)। র্যালিটি এয়ারপোর্ট সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
আলোচনা সভায় চা শ্রমিকরা তাদের সাত দফা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো-চা শ্রমিকদের ভূমির অধিকার দেওয়া, শ্রম আইন অনুযায়ী চা শ্রমিকদের গ্রাচুইটি দেওয়া, সরকারি মজুরি কমিশনের মাধ্যমে মজুরি দেওয়া, চা শ্রমিক সন্তানদের যোগ্যতা অনুয়ায়ী সরকারি চাকরি কোটা বরাদ্দ, প্রতিটি চা বাগানে এমবিবিএস চিকিৎসকসহ অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া, চা বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ও ২০ মে চা শ্রমিক হত্যা দিবস স্বীকৃতি দেওয়া।
এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, পূঁজা উদযাপন কমিটি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, সাবেক ইউপি সদস্য গুনধর গোয়ালা, সংগঠনের সহ-সভাপতি কল্পনা নায়েক, সাধারণ সম্পাদক দেবু বাউরি এবং মে দিবস উদযাপন কমিটির আহ্বায়ক বিমল গঞ্জু।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- খান চা বাগানের বিনেশ বাড়াই, হাবিব নগর চা বাগানের সুমন কালীন্দ, লালাখাল চা বাগানের নগেন্দ্র গোয়ালা, আফিফা নগর চা বাগানের মিলন মুণ্ডা প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ১, ২০১৯
এনইউ/ওএইচ/