বুধবার (১ মে) বিকেলে রাজধানীর সোপার্জিত স্বাধীনতা চত্বরে অনুষ্ঠানে দলীয় আবৃত্তি পরিবেশন করে কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, সংবৃতা ও স্রোত আবৃত্তি সংসদ।
একক আবৃত্তি পরিবেশন করেন ফয়জুল আলম পাপ্পু, রেজিনা ওয়ালী লীনা, পারভেজ চৌধুরী, ইকবাল খোরশেদ জাফর, এনামুল হক বাবু, শাহাদাৎ হোসেন নিপু, মাসকুর-এ-সাত্তার কল্লোল, মীর মাসরুর জামান রনি, লায়লা আফরোজ, সুপ্রভা সেবুতি, তিথি, জালাল উদ্দিন হীরা, আয়েশা সিদ্দিকা সুমি, মজুমদার বিপ্লব, শিমুল মুস্তাফা, হাসান আরিফ, ডালিয়া আহমেদ, রফিকুল ইসলাম ও ঝর্না সরকার।
গণসংগীত পরিবেশন করে গানের দল স্বভূমি, বহ্নিশিখা। ইমরান হোসেন ইমুর রচনা ও নির্দেশনায় উৎস নাট্যদল পরিবেশন করে পথনাটক ‘লেবাস’ এবং মমিনুল হক দীপুর মূল ভাবনা ও নির্দেশনায় পদাতিক নাট্য সংসদ পরিবেশন করে পথনাটক ‘তাহাদের কথা’।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মে ০১, ২০১৯
এইচএমএস/এএ