সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ এপ্রিল) বিকেলে পৌরসভার রানীগ্রাম মহল্লায় নদীর ১ নম্বর ক্রসবার বাঁধ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর নয়ন বাংলানিউজকে বলেন, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যমুনা নদীতে ভাসমান অবস্থায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এসআরএস
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।