ঢাকা, শনিবার, ১৪ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বিভিন্ন দাবিতে সিলেটে শিক্ষক সমিতির মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, এপ্রিল ২৮, ২০১৯
বিভিন্ন দাবিতে সিলেটে শিক্ষক সমিতির মানববন্ধন শিক্ষক সমিতির মানববন্ধন। ছবি বাংলানিউজ

সিলেট: বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে মূল বেতনের ১০ শতাংশ কেটে নেওয়ার আদেশ বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষক সমিতির নেতারা।

একইসঙ্গে পূর্ণাঙ্গ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া দেওয়া ও চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মো. মামুন আহমদের সভাপতিত্বে ও সচিব মো. শমশের আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা পারভিন, সমাজকল্যাণ সচিব একে আজাদ চৌধুরী, যুগ্ম তথ্য সচিব জ্যোৎস্না বেগম, সদস্য মুন্সী সামসুদ্দীন, সহকারী শিক্ষক মহিউদ্দিন, সদর উপজেলা শাখার সভাপতি আহমদ আলী ও সচিব জিয়াউর রহমান, গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মো. আব্দুস শহীদ, বালাগঞ্জ উপজেলা শাখার সচিব মো. হোসেন খসরু, ওসমানী নগর উপজেলা শাখার প্রচার সচিব আনোয়ার হোসেন, বিয়ানীবাজার উপজেলা শাখার সচিব খালেদ আহমদ, কানাইঘাট উপজেলা শাখার সহ-সভাপতি আফতাব উদ্দিন, বিশ্বনাথ উপজেলা শাখার সহ-সভাপতি মো. ফারুক ইকবাল, সচিব নজরুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা শাখার অর্থসচিব ফয়ছল আহমদ, আইন বিষয়ক সচিব আহমদ আলী, যুগ্ম সচিব নাজির আলী সরকার, যুগ্ম শিক্ষা সচিব নুর মোহাম্মদ সাইফুদ্দিন, যুগ্ম সচিব নাজির আলী সরকার, ক্রীড়া সচিব বিজয় প্রসাদ দে, আব্দুল মুনিম, জাফর ইকবাল, আদুদ দাইয়ান, নুরুল আলম, এনামুল হক, তারেক জলিল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ