রোববার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো- ওই গ্রামের ফারুক মিয়া মেয়ে আফরিন (৫), পাশের বাড়ির বাবুল মিয়ার মেয়ে আয়েশা আক্তার (৭)।
বাঞ্ছারামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) খাজা মোহাম্মদ মাঈনউদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে আফরিন ও আয়েশা বাড়ির পাশে সাদেক সওদাগরের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯/আপডেট: ১৬৪২ ঘণ্টা
আরএ