ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টায় এক যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২৬, এপ্রিল ২৭, ২০১৯
নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টায় এক যুবক আটক ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬ বছরের শিশুকে ফুল ও ঘুড়ি দেওয়ার প্রলোভন দেখিয়ে ছাদে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে রুহুল আমিন (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় নাসিক ৮নং ওয়ার্ডের পাঠানটুলী নতুন আইলপাড়া পৌর কবরস্থানের উত্তরপাশে মিলনের বাড়িতে ধর্ষণ চেষ্টার ঘটনাটি ঘটে। অভিযুক্ত রুহুল আমিন ফতুল্লা থানার তল্লা ওয়াপদা কলোনি এলাকার জসিম উদ্দিনের ছেলে।

 

শিশুটির পরিবার ও এলাকাবাসীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ‘শুক্রবার সকালে রাস্তায় খেলা করার সময় শিশুটিকে ফুল ও ঘুড়ি দেওয়ার প্রলোভন দেখিয়ে রুহুল আমিন পাঠানটুলী পৌর কবরস্থানের উত্তর পাশে মিলন মিয়ার বাড়ির ৩ তলার ছাদে নিয়ে যায়। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন শিশুটি চিৎকার করলে রুহুল আমিন পালিয়ে যায়। পরে শিশুটি বাসায় গিয়ে পরিবারকে ঘটনাটি জানালে বাড়িটির সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই যুবককে শনাক্ত করা হয়’।  

জানা যায়, শিশুটিকে পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।