শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় নাসিক ৮নং ওয়ার্ডের পাঠানটুলী নতুন আইলপাড়া পৌর কবরস্থানের উত্তরপাশে মিলনের বাড়িতে ধর্ষণ চেষ্টার ঘটনাটি ঘটে। অভিযুক্ত রুহুল আমিন ফতুল্লা থানার তল্লা ওয়াপদা কলোনি এলাকার জসিম উদ্দিনের ছেলে।
শিশুটির পরিবার ও এলাকাবাসীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ‘শুক্রবার সকালে রাস্তায় খেলা করার সময় শিশুটিকে ফুল ও ঘুড়ি দেওয়ার প্রলোভন দেখিয়ে রুহুল আমিন পাঠানটুলী পৌর কবরস্থানের উত্তর পাশে মিলন মিয়ার বাড়ির ৩ তলার ছাদে নিয়ে যায়। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন শিশুটি চিৎকার করলে রুহুল আমিন পালিয়ে যায়। পরে শিশুটি বাসায় গিয়ে পরিবারকে ঘটনাটি জানালে বাড়িটির সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই যুবককে শনাক্ত করা হয়’।
জানা যায়, শিশুটিকে পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
জেআইএম