ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৮, এপ্রিল ২৭, ২০১৯
সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় নাইম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে সৈয়দপুর-বদরগঞ্জ সড়কের ফাগুনার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নাইম পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের পূর্ব কুঠিপাড়া গ্রামের জিকরুল হক জিকুর ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মোটরসাইকেলে করে সৈয়দপুরে শহর আসছিল নাইম।

পথে ফাগুনার মোড়ে সে নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা খায়। এতে সে ছিটকে মাটিতে পড়ে গুরুতর আহত হয়।  

এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার আগেই তার মৃত্যু হয়।  

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের সদস্যদের আপত্তি না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।