ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বৌ-ভাত খাওয়া হলো না শিশু মুনতাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০১, এপ্রিল ২৭, ২০১৯
বৌ-ভাত খাওয়া হলো না শিশু মুনতাহার

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নে  ইজিবাইকের মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে সিদরাতুল মুনতাহা নামে (৩) একটি শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে ওই ইউনিয়নের বিনয়পুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুনতাহা দৈনিক বজ্রশক্তি পত্রিকার দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু সাইদের মেয়ে।

স্থানীয়রা বাংলানিউজকে জানায়, মুনতাহা তার মা ও নানা-নানীর সঙ্গে ইজিবাইকে চড়ে পাশের শান্তিনগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বৌ-ভাতের দাওয়াতে যাচ্ছিল। কিছুদূর যেতে হঠাৎ শিশুটির গলায় থাকা ছোট্ট ওড়না ইজিবাইকের সিটের নিচে মোটরের সঙ্গে পেঁচিয়ে গলায় ফাঁস লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দণ্ডপাল ইউনিয়ন চেয়ারম্যান জামেদুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সততা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।