ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নলডাঙ্গায় পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪২, এপ্রিল ২৬, ২০১৯
নলডাঙ্গায় পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার উদ্ধারকৃত গ্রেনেড। ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার ধনোকুড়া গ্রামের পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে গ্রেনেডটি উদ্ধার করে পুলিশ। 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বিকেল ৩টার সময় স্থানীয় লোকজন কবরস্থানের মাটি ভরাটের জন্য পুকুর খনন করছিলেন। এ সময় মাটির নিচে গ্রেনেডটি দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে গ্রেনেডটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কেউ গ্রেনেডটি এখানে ফেলেছিল।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।