ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গণপূর্ত মন্ত্রীর বাবার মাগফিরাত কামনায় দোয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩০, এপ্রিল ২৬, ২০১৯
গণপূর্ত মন্ত্রীর বাবার মাগফিরাত কামনায় দোয়া দোয়া মাহফিলে গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিমসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম মো. আব্দুল খালেক শেখের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) বি‌কে‌লে রাজধানীর ২৪ বেইলী রোডস্থ মন্ত্রীর সরকারি বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার সদস্যরা,  সংসদ সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি, আওয়ামী লীগের নেতা, বিশিষ্ট আইনজীবী, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট সাংবাদিক, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং মন্ত্রীর পরিবারের সদস্যরা।

দোয়া মাহফিলে উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে শ ম রেজাউল করিম বলেন, আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর বাবা মরহুম মো. আব্দুল খালেক শেখ গত ৭ এপ্রিল (রোববার) সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।