শুক্রবার (২৬ এপ্রিল) গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের আয়োজনে বাদ জুমা এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি’র নাতি জায়ান চৌধুরীর আত্মার শান্তি কামনায় এবং আহত জামাতা মশিউর রহমান চৌধুরী প্রিন্সের দ্রুত সুস্থতা কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম জানান, শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি’র নাতি জায়ান চৌধুরী নিহত হওয়ার ঘটনায় গোপালগঞ্জের মানুষ শোকাহত। ২১ এপ্রিল এ নৃশংস ঘটনার পর জায়ান চৌধুরীর মৃত্যু সংবাদ পাওয়ার পরই জেলার বিভিন্ন এলাকায় তার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া জেলার বিভিন্ন মসজিদে সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩২, এপ্রিল ২৬, ২০১৯
আরএ