শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সামিয়া আক্তার ওই এলাকার মো. হানিফার মেয়ে।
স্থানীয়রা জানায়, দুপুরে সামিয়া বাড়ির পেছনের পুকুরে গোসল করতে যায়। বেলা আড়াইটার দিকে পুকুরপাড় দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তি সামিয়ার মরদেহ ভাসতে দেখে চিৎকার দেন। এসময় স্থানীয়রা গিয়ে পুকুর থেকে সামিয়ার মরদেহ উদ্ধার করে।
সামিয়ার বাবা মো. হানিফা সপরিবারে ঢাকায় থাকেন। সম্প্রতি তারা ভাস্করখিলা গ্রামের বাড়িতে আসেন। এ ঘটনায় সামিয়ার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
এনটি