ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে আসামির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১০, এপ্রিল ২৬, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়া কারাগারে আসামির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ইউনুস আলী (৩২) নামে এক মাদক মামলার আসামির মৃত্যু হয়েছে।শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে তার মৃত্যু হয়। তিনি জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের লোহাগড়া গ্রামের রফিক ফকিরের ছেলে। চলতি বছরের ১০ জানুয়ারি থেকে তিনি জেলা কারাগারে ছিলেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

জেল সুপার মো. নূরুন্নবী ভূঁইয়া জানান, মাদক সংক্রান্ত বিষয়ে তার বাবা তাকে পুলিশে সোপর্দ করেন। এরপর থেকে তিনি জেলহাজতে ছিলেন।

তার আপন ছোট ভাই খলিলও মাদক সংক্রান্ত মামলায় কারাগারে আছেন।

শুক্রবার দুপুরে খলিলের স্ত্রী কারাগারে এসে তার সঙ্গে দেখা করেন। এসময় বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। এর কিছুক্ষণ পর ইউনুছের বুকে ব্যথা শুরু হলে তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।