জেল সুপার মো. নূরুন্নবী ভূঁইয়া জানান, মাদক সংক্রান্ত বিষয়ে তার বাবা তাকে পুলিশে সোপর্দ করেন। এরপর থেকে তিনি জেলহাজতে ছিলেন।
শুক্রবার দুপুরে খলিলের স্ত্রী কারাগারে এসে তার সঙ্গে দেখা করেন। এসময় বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। এর কিছুক্ষণ পর ইউনুছের বুকে ব্যথা শুরু হলে তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
আরএ