ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ময়মনসিংহে হেরোইন-ইয়াবাসহ আটক ৯

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৩, এপ্রিল ২৬, ২০১৯
ময়মনসিংহে হেরোইন-ইয়াবাসহ আটক ৯ আটক মাদক বিক্রেতারা

ময়মনসিংহ: ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৯ মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকরা হলেন— মো. রুবেল (২৫), মোস্তফা কামাল (কালো) (৩৫), মোহসীন আলী (২৮), নাইমুল ইসলাম নাঈম (২২), শিমুল মিয়া (২১), রিফাত আহমেদ (২০), সাইফুল ইসলাম (২০), সজিব আহম্মেদ (২৬) ও ফয়সাল আহম্মেদ তনিম (১৯)।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ময়মনসিংহ শহরেরর সানকিপাড়া, কাচিঝুলি, মুক্তাগাছা উপজেলার পুরাতন সাহেব বাজার ও ফুলবাড়ীয়া পৌরসভাস্থ কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন এলাকা থেকে ওই নয় মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন, ৬০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
এমএএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।