বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে আশুলিয়ার কাঠগড়ায় হাজী আব্দুল মতিনের বাড়ি ছাদ থেকে নিচে পড়ে আরাফাত মারা যায়।
নিহত আরাফাত পাবনা জেলার সোজানগর থানার বনকোলা গ্রামের মো. রফিকের ছেলে।
পুলিশ জানায়, হাজী আব্দুল মতিনের বাড়ির ছাদের একটি রুমে আরাফাত আর তার ড্রাইভার লিটন ভাড়া নিয়ে থাকতেন। দুপুরে হঠাৎ করে ছাদ থেকে আরাফাত নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরাফাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠাই। মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
এনটি