ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফোনে শেখ হাসিনাকে সমবেদনা জানালেন ভুটানের প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৬, এপ্রিল ২৫, ২০১৯
ফোনে শেখ হাসিনাকে সমবেদনা জানালেন ভুটানের প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন তিনি।  

এসময় লোটে শেরিং সম্প্রতি শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় শেখ হাসিনার নিকটাত্মীয় জায়ান চৌধুরীসহ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তার সাম্প্রতিক বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন।

শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত হয় শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী। এ হামলায় এখন পর্যন্ত ৩৫৯ জন নিহত হওয়ার খবর মিলেছে।  

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।