বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন তিনি।
এসময় লোটে শেরিং সম্প্রতি শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় শেখ হাসিনার নিকটাত্মীয় জায়ান চৌধুরীসহ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তার সাম্প্রতিক বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন।
শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত হয় শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী। এ হামলায় এখন পর্যন্ত ৩৫৯ জন নিহত হওয়ার খবর মিলেছে।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
এমইউএম/এএ