ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৫, এপ্রিল ২৫, ২০১৯
স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি 

ঝিনাইদহ: ঝিনাইদহে স্ত্রী চম্পা খাতুনকে হত্যার অপরাধে স্বামী সুরুজ আলীকে (৩৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক চাদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজি এ রায় দেন।

সুরুজ আলী ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামের বরকত আলীর ছেলে।

 

আদালত সূত্রে জানা যায়, ২০০৩ সালের ২৯ ডিসেম্বর যৌতুকের দাবিতে স্ত্রী চম্পা খাতুনকে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে স্বামী সুরুজ ও তার পরিবার। পরে পুলিশ চম্পার মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করায়। সে সময় হরিনাকুন্ডু থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ২০০৪ সালে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নির্যাতনের পর হত্যা প্রমাণিত হয়।

এ ঘটনায় ২০০৪ সালের ২১ মার্চ হরিনাকুন্ডু থানায় চারজনকে আসামি করে চম্পার ভাই ইদ্রিস আলী একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও শুনানী শেষে সুরুজ আলী দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। বাকি তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের এ মামলা থেকে খালাস দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।