ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাইবান্ধায় ধর্মঘট প্রত্যাহার, ছাড়ছে দূরপাল্লার বাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৮, এপ্রিল ২৫, ২০১৯
গাইবান্ধায় ধর্মঘট প্রত্যাহার, ছাড়ছে দূরপাল্লার বাস

গাইবান্ধা: শ্যামলী পরিবহনের একটি বাসের চালককে পিটিয়ে হত্যার অভিযোগ তুলে এর প্রতিবাদে গাইবান্ধায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে গাইবান্ধা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ছাদেকুর রহমান মুরাদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জনদুর্ভোগের কথা চিন্তা করে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

গাইবান্ধা থেকে  ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।

এর আগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

গত ২১ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের চালক জালাল উদ্দিনকে ডিবি পরিচয়ে বাস থেকে নামিয়ে বেধড়ক পিটিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে বাসের মধ্যে ফেলে রাখা হয়।

পরে আহত চালককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।