ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৮, এপ্রিল ২৫, ২০১৯
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

সাভার(ঢাকা): নতুন গেজেটভুক্ত ২৭১টি কলেজে অবিলম্বে সরকারি বেতন চালুর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে সাভার সরকারি কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা স্ট্যান্ড এলাকায় সড়ক বন্ধ করে রেখেছে তিন শতাধিক শিক্ষার্থী।  

মহাসড়ক অবরোধের কারণে সড়কের দুই পাশেই প্রায় চার কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

এতে প্রচণ্ড গরমে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, দীর্ঘ আট মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত নতুনভাবে গেজেটভুক্ত হওয়া দেশের ২৭১টি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি বেতন চালু করা হয়নি। তাই শিক্ষার্থীরা নতুন গেজেটভুক্ত হওয়া ২৭১টি কলেজ সরকারিকরণের প্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে পরিচালিত হচ্ছে অভিযোগ করে অবিলম্বে কলেজগুলো সরকারিকরণের প্রক্রিয়া বাস্তবায়নের দাবি জানান। সেইসঙ্গে অতিদ্রুত কলেজগুলোতে সরকারি বেতন চালুর দাবি জানায় তারা।

সাভার হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বাংলানিউজকে বলেন, আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।