বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে বিভিন্ন সময় মরদেহগুলো উদ্ধার করা হয়।
বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (২৪ এপ্রিল) দিনগত রাতে বনানীর সৈনিক ক্লাব সংলগ্ন রেললাইনে ঢাকা থেকে নোয়াখালীগামী একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়।
এদিকে, বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে অজ্ঞাতপরিচয় (৬০) এক নারী ও বিমানবন্দর টিকিট কাউন্টার সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৪৫) আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
বানানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হলেও বিমানবন্দর রেলস্টেশন এলাকায় বাকি দু’জনের মৃত্যু অসুস্থতাজনিত কারণে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান এসআই নজরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
এজেডএস/আরবি/