বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কাজীপাড়ার একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমামিন শহরের কাজীপাড়ার এলাকার ফজলু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, ইয়ামিন সড়ক পারাপার হওয়ার সময় কালীবাড়ি মোড়ের দিকে যাওয়া একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিলে ওই কিশোর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ২ নম্বর ফাঁড়ির ইনচার্জ সোহাগ রানা বাংলানিউজকে বলেন, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
জিপি