বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুরের কাকরাইদ ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মধুপুর পৌর এলাকার টেংরি গ্রামের মৃত আতাব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ময়মনসিংহগামী সিএনজিচালিত অটোরিকশা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কাকরাইদ ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে ওই অটোরিকশার চাপায় পড়েন যাত্রী মজনু মিয়া।
মধুপুর ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই চালক অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
জিপি