ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

অভিনেত্রী বিলকিস বারীর মেয়ে ভুলুর পাশে ‘স্বপ্ন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৯, এপ্রিল ২৫, ২০১৯
অভিনেত্রী বিলকিস বারীর মেয়ে ভুলুর পাশে ‘স্বপ্ন’ অভিনেত্রী বিলকিস বারীর মেয়ে ভুলুর পাশে ‘স্বপ্ন’

ঢাকা: বাংলা ভাষার প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এর অভিনেত্রী বিলকিস বারীর মেয়ে ভুলু বারীর সাহায্যে হাতে বাড়িয়েছে ডিপার্টমেন্টাল সুপার চেইন শপ স্বপ্ন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্বপ্ন জানায়, সম্প্রতি দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলে ভুলু বারীর জীবনযাপন নিয়ে একটি প্রতিবেদন স্বপ্ন কর্তৃপক্ষের নজরে আসে।

এরপর ওই অভিনেতীর পরিবারের জন্য কিছু করার তাগিদ অনুভব করে প্রতিষ্ঠানটি।

সুবিধাবঞ্চিত অভিনয় শিল্পীদের জন্য অভিনয় শিল্পী সংঘের মাধ্যমে স্বপ্নতে মাসিক নির্দিষ্ট অংকের টাকার বিনামূল্যে বাজার করার সুবিধা রয়েছে। এরই অংশ হিসেবে ভুলু বারীও স্বপ্নতে বিনামূল্যে বাজার করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানায়, ভুলু বারীকে সাহায্যার্থে প্রতিষ্ঠানটিকে সার্বিক সহায়তা করেন অভিনয় শিল্পী সংঘের সংঘের শামীমা তুষ্টি ও আহসানুল হক মিনুসহ অন্যান্য নেতারা।

স্বপ্ন জানায়, অভিনেত্রী বিলকিস বারীর পরিবারের জন্য সামান্য কিছু করতে পেয়ে স্বপ্ন গর্বিত ও স্বপ্ন’র এই উদ্যোগে পাশে থাকবার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।