ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফেনীতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ অব্যাহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০০, এপ্রিল ২৫, ২০১৯
ফেনীতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ অব্যাহত মানববন্ধন, ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাত হত্যার প্রতিবাদে শিক্ষক ও ছাত্রসমাজের উদ্যোগে মানববন্ধন অব্যাহত রয়েছে। 

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে উপজেলার শর্শদি বাজারের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সদর সরিষাদী উচ্চ বিদ্যালয়, শর্শদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শর্শদি আল জামেয়াতুল মিল্লিয়া দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রী, লাইফ কেয়ার ব্লাড ডোনেশন সোসাইটির  সদস্যরা অংশ নেন।

এসময় শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে যৌন নিপীড়ন বন্ধ কর, করতে হবে’ ‘নুসরাত হত্যাকারীদের ফাঁসি চাই’ এমন বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়ায়।

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে মানববন্ধনে বক্তব্য রাখেন- চিকিৎসক ডা. তোবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ, সরিষাদী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হাশেম, শর্শদি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিক পাটোয়ারী, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইলিয়াস ভূঁঞা, শিক্ষক উম্মে কুলসুম, স্থানীয় বাজার কমিটির নেতা আবদুল মালেক।

বক্তারা নুসরাত হত্যায় জড়িত সব দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে এ পরিকল্পিত হত্যাকাণ্ডকে যারা আত্মহত্যা বলে প্রচার করেছে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান।

অপরদিকে, একই দাবিতে ফেনী সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে মোহাম্মদ আলী বাজারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সানিডেল প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলের হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ডা নুরুল হুদা স্বপন, প্রধান শিক্ষক মাহি উদ্দিন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. সোলেমান ভূঁইয়া, মো শাহ আলম ভূঁইয়া, মো. ইউসুফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।