বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া হিজলতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে কেরানীগঞ্জ ফায়ার স্টেশন, পোস্তগোলা ফায়ার স্টেশন ও ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারের ৯টি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানাটির ফ্লোর সুপারভাইজার সাজিদ হোসেন বলেন, এটি একটি ওয়ানটাইম প্লাস্টিক কারখানা। নাইট শিফটের কাজ শেষে কারখানার শ্রমিকরা বের হয়ে যাওয়ার সময় হঠাৎ আগুন লাগে। আগুনে কারখানার ভেতরের কোনো কিছুই অবশিষ্ট নেই। কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও শুভাঢ্যা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আলী হাসান উজ্জল বলেন, আবাসিক এলাকায় এ কারখানাটি একটি বিষফোঁড়া। প্রতিবছর এ কারখানায় আগুন লাগে। গত বছর এ কারখানায় আগুন লাগলে আমরা আগুন নিভাতে এসে দেখি কারখানার ভেতর কয়েক শতাধিক দাহ্য পদার্থের বোতল। আবাসিক এলাকা থেকে আমরা অতি সত্বর এ করাখানাটি সরিয়ে নেয়ার আহ্বান জানাচ্ছি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জোন-৬ উপ সহকারী পরিচালক কাজী রোকনুজ্জামান বলেন, আগুনের সংবাদ পেয়ে আমাদের ৯টি ইউনিট কাজ শুরু করে। ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
আরএ