বুধবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ভাদাই ইউনিয়নের স্বর্ণামতি সেতুর পশ্চিমপাড়ে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।
গুলিবিদ্ধ আলমগীর হোসেন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী ডিক্রীরচর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপতি এলাকার রেজ্জাকুল হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আসামি মাদকবিক্রেতা আলমগীর হোসেনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে তাকে সঙ্গে নিয়ে অভিযানে যাওয়ার পথে স্বর্ণামতি সেতু এলাকায় তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আলমগীরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এ সময় পুলিশ চার রাউন্ড শর্টগানের গুলি ছুড়লে আলমগীরের দুই পায়ে বিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
এ সময় মাদকবিক্রেতাদের হামলায় আদিতমারী থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান, সহকারী উপ পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান ও কনস্টেবল নাজিরুল ইসলাম আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বাংলানিউজকে বলেন, মাদকবিক্রেতা আলমগীর হোসেন ৮টি মাদক, একটি হত্যাসহ ১০টি মামলার আসামি। এছাড়াও তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা চালানোর ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৯
আরএ