ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভালুকায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে জেলে আটক  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০২, এপ্রিল ২৫, ২০১৯
ভালুকায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে জেলে আটক   হেমেন্ত চন্দ্র মন্ডল। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক জেলের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত জেলে হেমেন্ত চন্দ্র মন্ডলকে (৫২) আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ এপ্রিল) রাতে উপজেলার ধামশুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বুধবার বিকেলে উপজেলার ধামশুর গ্রামের একটি স্কুলের ওই ছাত্রীকে প্রতিবেশি জেলে হেমেন্ত ফুসলিয়ে তার ঘরে নিয়ে ধর্ষণ করেন।

এ সময় স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হেমেন্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।  

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোহাম্মদ মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে ওই জেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন।  

বাংলাদেশ সময়: ০৮০১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।