ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হোসেনপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৯, এপ্রিল ২৫, ২০১৯
হোসেনপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পানিতে ডুবে তিশা আক্তার নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে পৌরসভার পশ্চিম ধূলজুরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তিশা ওই এলাকার উসমান মিয়ার মেয়ে এবং স্থানীয় ধূলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়তো।

স্থানীয়রা জানায়, দুপুরে বাবা-মার অজান্তে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় তিশা। তাকে খুঁজে না পেয়ে বাড়ির লোকজন পুকুরে গিয়ে তার মরদেহ ভাসতে দেখে। এসময় তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।