ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জায়ানের মরদেহ দেশে আসছে বুধবার দুপুরে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৮, এপ্রিল ২৪, ২০১৯
জায়ানের মরদেহ দেশে আসছে বুধবার দুপুরে

ঢাকা: শ্রীলঙ্কার কলম্বোয় ভয়াবহ বোমা হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীর (৮) মরদেহ বুধবার (২৪ এপ্রিল) দেশে আসবে। এদিন দুপুর ১টা ১০ মিনিটে তার মরদেহবাহী উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) আওয়ামী লীগের মুখপাত্র আব্দুস সোবহান গোলাপ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপির নাতির (জায়ান) মরদেহ বুধবার দুপুর ১টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

আব্দুস সোবহান বলেন, বাদ আছর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জায়ানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
আরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।