ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩১, এপ্রিল ২৪, ২০১৯
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

ফেনী: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ডাকাতের গুলিতে মো. রেজাউল করিম (৪২) নামে ফেনীর এক ব্যবসায়ী নিহত হয়েছেন। 

রোববার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর রজেটেনভিল রিজেন্ট পার্কে এ ঘটনা ঘটে।  

রেজাউল ফেনীর ছাগলনাইয়া উপজেলার হরিপুর গ্রামের মুন্সি মিয়ার ছেলে।

দেড় বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যান ভায়রা ভাই আবুল হোসেন। সেখানে তারা একসঙ্গে ব্যবসা করতেন।

সেখানে অবস্থানরত তার বন্ধু নুরুল আলম জানান, ওইদিন বিকেলে একদল ডাকাত তার দোকানে ডাকাতির চেষ্টা চালায়। এসময় দোকানের নিরাপত্তাকর্মী বাধা দিলে তাকে পেপার স্প্রে দিয়ে অজ্ঞান করে ফেলে ডাকাতরা। পরে রেজাউলকে তারা দরজা খুলতে বলে। দরজা খোলামাত্রই ডাকাতরা তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে শোকাহত ওই পরিবারকে দেখতে বাড়িতে ছুটে যাই।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৯
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।