ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাগেরহাটবাসীকে শিক্ষিত, মার্জিত, মেধাবী ও দক্ষ হতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৫, এপ্রিল ২০, ২০১৯
বাগেরহাটবাসীকে শিক্ষিত, মার্জিত, মেধাবী ও দক্ষ হতে হবে বক্তব্য রাখছেন শেখ তন্ময়। ছবি: বাংলানিউজ

বাগেরহাট:  বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, আমরা চাই বাগেরহাটবাসী যেন শিক্ষিত, মার্জিত, মেধাবী ও দক্ষ হয়ে বাংলাদেশে পরিচিত হয়। 

শনিবার (২০ এপ্রিল) বিকেলে বাগেরহাট সদর উপজেলার দরিতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আপনারা যারা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছেন, তারা শিক্ষার্থীদের এমন শিক্ষা দেবেন যাতে পথে ঘাটে মানুষের সঙ্গে দেখা হলে সম্মান দিতে জানে।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ মুকিতের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকতারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এম এ মতিন, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মানিক হোসেন প্রমুখ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় ৯৮ লাখ ২৭ হাজার ১৫৪ টাকা ব্যয়ে দরিতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪তলা ভবনের পাঁচ কক্ষ বিশিষ্ট দুই তলা ভবন নির্মাণ হচ্ছে।

বাংলাদেশ  সময়: ১৯২০ ঘণ্টা, এপিল ২০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।