শুক্রবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার মজলিশপুর গ্রামের শিক্ষক আরশ আলীর বাড়ির পুকুরপাড়ের জঙ্গল থেকে ওই শিশুটিকে উদ্ধার করা হয়।
শনিবার (২০ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানান।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ১১টার দিকে শিক্ষক আরশ আলীর বাড়ির পাশে জঙ্গলের মধ্যে শিশুর কান্না শুনতে পেয়ে স্থানীয়রা বিষয়টি আরশ আলীকে জানান। পরে স্থানীয় ইউপি সদস্য ও শিক্ষক আরশ আলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান পুলিশ সঙ্গে নিয়ে শিশুটিকে উদ্ধার করেন। এ ঘটনায় শিক্ষক আরশ আলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন
ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন বাংলানিউজকে বলেন, আমি অভিভাবক হয়ে শিশুটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে দয়ামীর এসওএস শিশুপল্লী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি। শিশুটিকে যারা ফেলে গেছে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
এনইউ/একে