ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কয়েক হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেবে সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৭, এপ্রিল ২০, ২০১৯
কয়েক হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেবে সরকার

ভোলা: সরকার নতুন করে কয়েক হাজার চিকিৎসক নিয়োগ দেবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

তিনি বলেন, হাসপাতালগুলোতে যে সংখ্যক চিকিৎসক থাকার কথা সেই সংখ্যক চিকিৎসক নেই। আশাকরা হচ্ছে, চিকিৎসক নিয়োগের পর পর্যাপ্ত চিকিৎসক এসে অসহায় দুস্থ মানুষদের সেবা দেবে।

তখনই জাতীয় স্বাস্থ্যসেবা সফল হবে।

শনিবার (২০ এপ্রিল) সকালে ভোলা সদর হাসপাতাল চত্বরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

অনুষ্ঠানে ভোলা জেলা সিভিল সার্জনের সভাপত্বিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক, জেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদুল মমিমন টুলু,পুলিশ সুপার মো. মোকতার হোসেন, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দোস্ত মাহামুদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকীব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, দৌলতখান উপজেলার চেয়ারম্যান মনজুরুল আলম খান, তজুমদ্দিন উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন দুলাল, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো. ইউনুছ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।