ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাজীপুরে এক ব্য‌ক্তিকে ছুরিকাঘাতে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, এপ্রিল ২০, ২০১৯
গাজীপুরে এক ব্য‌ক্তিকে ছুরিকাঘাতে হত্যা

গাজীপুর: গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) ‌কোয়াটারের ভেতর ঢুকে আনসারুল হক (৪৮) নামে এক ব্য‌ক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (১৯ এ‌প্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আনসারুল ময়মন‌সিংহের ফুলবা‌ড়িয়া থানার দেববাড়ী এলাকার ম‌জিবুর রহমানের ছেলে।

তি‌নি প‌রিবারসহ বিএআরআই’র কোয়াটারে থাকতেন।

গাজীপুর মহানগর সদর থানার প‌রিদর্শক (তদন্ত) শেখ মিজানুর রহমান বাংলানিউজকে জানান, নিহত আনসারুলের স্ত্রী আয়শা সি‌দ্দিকা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কর্মরত রয়েছেন। সে সুবাদে প‌রিবারসহ ওই কোয়াটারের তৃতীয় তলায় থাকতেন আনসারুল। তি‌নি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভেতর এক‌টি ক্যা‌ন্টিনে চাকরি করতেন। রাতে ওই কোয়াটারের ভেতরে ঢুকে দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন স্থানে ছু‌রিকাঘাত করে পা‌লিয়ে যায়। এসময় স্থানীয়রা তার চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চি‌কিৎসক মৃত ঘোষণা করেন।  

তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।