ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৩, এপ্রিল ২০, ২০১৯
শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় বশির আলী সর্দার (৫০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।

শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দুধসর কালভাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বশির সর্দার শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের মকসেদ আলীর ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ূবুর রহমান বাংলানিউজকে জানান, দুধসর গ্রাম থেকে বশির ভ্যানে তামাক নিয়ে ঝিনাইদহে যাচ্ছিলেন। পথে দুধসর কালভাট এলাকায় পৌঁছালে অজ্ঞাত যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।