ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পুলিশের হেফাজতে আসামির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, এপ্রিল ২০, ২০১৯
পুলিশের হেফাজতে আসামির মৃত্যু

নওগাঁ: নওগাঁর মান্দায় পুলিশের হেফাজতে বাবু মোল্লা (৩২) নামে এক আসামির মৃত্যু হয়েছে। 

শনিবার (২০ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু মোল্লা উপজেলার চেরাগপুর গ্রামের মোজাম্মেল মোল্লার ছেলে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বাংলানিউজকে জানান, শনিবার ভোরে পুলিশ উপজেলার কালিতলা গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি পারভীনকে (৪০) ধরার জন্য তার বাড়িতে যায়। এসময় পারভীন এবং বাবু মোল্লাকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে তাদের দুইজনকে গ্রেফাতার করে থানায় নিয়ে আসে পুলিশ। এরপর বাবু মোল্লা অসুস্থ বোধ করলে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ওই ব্যক্তি যৌনশক্তি বর্ধক ওষুধ খাওয়ার কারণে মারা যেতে পারে। সুরতহাল শেষে নিহত ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।