ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ধনবাড়ীতে গলায় ফাঁস দিয়ে ভ্যানচালকের আত্মহত্যা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২১, এপ্রিল ২০, ২০১৯
ধনবাড়ীতে গলায় ফাঁস দিয়ে ভ্যানচালকের আত্মহত্যা

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ীতে পারিবারিক কলহের জেরে রফিকুল ইসলাম (৪৫) নামের এক ভ্যানচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রফিকুল ইসলাম উপজেলার কেন্দুয়া বেপারীপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমান বেপারীর ছেলে। দুই সন্তানের জনক তিনি।

 
শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে বাড়ির পাশের মেহগনি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিরব রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এরপর ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ০৫১৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।