ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

তাড়াইলে আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১৪, এপ্রিল ২০, ২০১৯
তাড়াইলে আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই আগুনে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ, ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় আগুন লেগে নগদ টাকাসহ তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার রাউতি ইউনিয়নের মেছগাঁও-মোড়ারকান্দি গ্রামের এনামুল খানের বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে তাড়াইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সঞ্জয় খান বাংলানিউজকে বলেন, এনামুল খানের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তেই তা পাশের হেলাল উদ্দিন ও জালাল উদ্দিনের বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাড়াইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুইঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  

এদিকে, আগুনে নগদ টাকাসহ ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
  
বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।