বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে জেলার সার্কিট হাউজ অডিটোরিয়ামে তাদের শপথবাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।
জেলার ১১টি উপজেলার ১১ জন চেয়ারম্যান, ১১ জন ভাইস-চেয়ারম্যান ও ১১ জন মহিলা ভাইস-চেয়ারম্যান এক সঙ্গে শপথ নেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) মিজানুর রহমান, ১৬ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান একেএম ফজলে রাব্বি প্রমুখ।
আগামী দিনে নিজ নিজ এলাকার উন্নয়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত জনপ্রতিনিধিরা।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
এসআরএস