ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আদালতে আসামির ছুরিকাঘাতে সাক্ষী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০১, এপ্রিল ১৭, ২০১৯
আদালতে আসামির ছুরিকাঘাতে সাক্ষী আহত

হবিগঞ্জ: হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কাজল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি সাক্ষী দিতে এসে আসামির ছুরিকাঘাতে আহত হয়েছেন।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কাজল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বাহুবল উপজেলার আব্দাকামাল গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে।

হবিগঞ্জের আদালত পরিদর্শক মো. আল আমিন বাংলানিউজকে জানান, আব্দাকামাল গ্রামের মোহরী মজিদ মিয়ার বিরুদ্ধে ২০১৬ সালে দায়েরকৃত একটি মামলায় সাক্ষী দিতে আসেন কাজল। এ সময় ১০ তলা জুডিশিয়াল  ভবনের নিচ তলায় মজিদ মিয়া ও তার লোকজন কাজলের ওপর হামলা করে। এতে তিনি কাজল গুরুতর আহত হর। এসময় স্থানীয়রা তাকে আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেটে পাঠায়।

আহতের স্বজনেরা বাংলানিউজকে জানান, ধারালো অস্ত্রের তিনটি আঘাত থাকায় তার অবস্থা আশঙ্কাজনক। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বাংলানিউজকে বলেন, ২০১৬ সালে ছুরিকাহত কাজলের বড় ভাই আব্দুল আজিজ বাদী হয়ে মজিদের বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা করেন। ওই মামলার সাক্ষী ছিলেন কাজল।  

বাংলাদেশ সময়: ১৭৬০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।