ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বড়াইগ্রামে নসিমন উল্টে ২ ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, এপ্রিল ১৭, ২০১৯
বড়াইগ্রামে নসিমন উল্টে ২ ব্যবসায়ী নিহত

নাটোর: নাটোরের বড়াইগ্রামে গরু বোঝাই নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার আহম্মেদপুর-থানার মোড় সড়কে বড়াইগ্রাম পৌরসভার মৌখড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- বড়াইগ্রাম উপজেলার নওদাজোয়াড়ী গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে সেলিম হোসেন (৪১) এবং পশ্চিম নওপাড়া গ্রামের ময়নুদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৫৫)।

আহতদের নাম জানা যায়নি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বাংলানিউজকে বলেন, দুপুরে স্থানীয় আটজন গরু ব্যবসায়ী নওদা জোয়াড়ী থেকে নসিমনে ছয়টি গরু নিয়ে নওগাঁ হাটে যাচ্ছিলেন। পথে মৌখড়া এলাকায় নসিমনটি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে পড়ে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে গরু ব্যবসায়ী সেলিম হোসেন ও মোহাম্মদ আলী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও ৬ জন ব্যবসায়ী। তাদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।