বুধবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার আহম্মেদপুর-থানার মোড় সড়কে বড়াইগ্রাম পৌরসভার মৌখড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বড়াইগ্রাম উপজেলার নওদাজোয়াড়ী গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে সেলিম হোসেন (৪১) এবং পশ্চিম নওপাড়া গ্রামের ময়নুদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৫৫)।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বাংলানিউজকে বলেন, দুপুরে স্থানীয় আটজন গরু ব্যবসায়ী নওদা জোয়াড়ী থেকে নসিমনে ছয়টি গরু নিয়ে নওগাঁ হাটে যাচ্ছিলেন। পথে মৌখড়া এলাকায় নসিমনটি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে পড়ে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে গরু ব্যবসায়ী সেলিম হোসেন ও মোহাম্মদ আলী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও ৬ জন ব্যবসায়ী। তাদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এনটি