ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিলেটে বিদ্যুৎ লাইনে আগুন, ইন্টারনেট সেবা বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩০, এপ্রিল ১৭, ২০১৯
সিলেটে বিদ্যুৎ লাইনে আগুন, ইন্টারনেট সেবা বন্ধ এই ট্রান্সমিটারেই আগুন লাগে/ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটের নাইওরপুলে বিদ্যুতের লাইনে হঠাৎ আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইন। বন্ধ হয়ে গেছে ইন্টারনেট সেবা।

বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে নোইওরপুল পয়েন্টের রামকৃষ্ণ মিশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ফলে নগরীর বেশ কিছু এলাকায় ডিশলাইন সেবাও বিচ্ছিন্ন রয়েছে।

 

এ ঘটনার পর থেকে নগরীর বিদ্যুৎ বিতরণ বিভাগ-২ এর আওতাধীন বেশ কিছু এলাকায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ব্যস্ততম এলাকা নাইওরপুল পয়েন্টে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির তারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিষেই দু’টি খুঁটিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে টেলিফোনের তার, স্যাটেলাইট ক্যাবল ও ইন্টারনেটের তারে আগুন লাগলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশেই রামকৃষ্ণ মিশনের লোকজন আতঙ্কে মন্দির ছেড়ে বেরিয়ে পড়েন।

স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যান। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুপুর আড়াইটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

দমকল বাহিনীর স্টেশন অফিসার জিসি তালুকদার বাংলানিউজকে বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বিদ্যুৎলাইন ও ডিশ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।  

তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা হয়েছে বলে জানান তিনি।  
 
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।