বুধবার (১৭ এপ্রিল) প্রেসক্লাবের সামনে এ সমাবেশ ও মানববন্ধন করা হয়।
এসব কর্মসূচি পালন করে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন, সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি, বিশ্ব প্রবাসী কল্যাণ পরিষদ, মইনীয়া যুব ফোরাম ও নারী নির্যাতন দমন চাঁদনী মঞ্চ।
সমাবেশে বক্তারা বলেন, মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নির্যাতন ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত সবাইকে দ্রুতবিচার আইনের আওতায় আনা, বর্বর এ হত্যাকাণ্ডে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও ঘটনার মূল হোতা অধ্যক্ষ সিরাজ উদদৌলার ফাঁসি দেওয়া হোক। যেন ভবিষ্যতে আর কেউ এমন জঘন্য কাণ্ড করতে ভয় পায়।
বাংলাদেশের সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
আরকেআর/এএ