ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

দু্র্গাপুরে পুকুর খননে মিললো বিষ্ণু মূর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৬, এপ্রিল ১৭, ২০১৯
দু্র্গাপুরে পুকুর খননে মিললো বিষ্ণু মূর্তি বিষ্ণু মূর্তি, ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে পুকুর খনন করতে গিয়ে সাড়ে ২৬ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি পাওয়া গেছে। স্থানীয়রা বলছেন, এটি কষ্টিপাথরের তৈরি।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার বড়ইল গ্রামে পুকুর খননের সময় কালোপাথরের এ মূর্তিটি পাওয়া যায়।  

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিটন সরকার ওই গ্রামে গিয়ে মূর্তিটি উদ্ধার করে দুর্গাপুর থানা পুলিশের হেফাজতে দেন।

রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব বাংলানিউজকে জানান, গ্রামের জেহের সরকার নামের এক ব্যক্তির পুকুর খননের সময় মূর্তিটি পান শ্রমিকরা। ৩০ ইঞ্চি উচ্চতার এ মূর্তির ওজন সাড়ে ২৬ কেজি।

মূর্তি উদ্ধারের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আদালতের নির্দেশনা পাওয়া গেলে সেটি জাদুঘরে হস্তান্তর করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।