মঙ্গলবার (১৬ এপ্রিল) দিনগত রাতে উপজেলার বিছানাকান্দি সড়কের সালুটিকরে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল খালিক উপজেলার নওয়াগাওঁ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে গোয়াইনঘাট থানা পুলিশ জানায়, রাত ১ টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে যাওয়া মাত্র বিপরীতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এনইউ/ওএইচ/