পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন
ঢাকা: ফ্রান্সের রাজধানী প্যারিসে নটরডেম ক্যাথেড্রালে আগুনে ক্ষতি হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী জাঁ ইয়েভেস লে ড্রেইনকে পাঠানো এক শোক বার্তায় তিনি এ দুঃখ প্রকাশ করেন তিনি।
বুধবার (১৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৫ এপ্রিল নটরডেম ক্যাথেড্রালে আগুনে ক্ষতি হওয়ায় আমরা গভীর শোকাহত।
নটরডেম ক্যাথেড্রাল ফ্রান্সের পাশাপাশি বিশ্ব ঐতিহ্যের প্রতীক। ভয়াবহ আগুনে ওই ক্যাথেড্রাল ক্ষতিগ্রস্ত হওয়ায় ফ্রান্সের জনগণের সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে সংহতি জানিয়েছেন ড. মোমেন।
ফ্রান্সের ৮৫০ বছরের ঐতিহ্যবাহী নটরডেম ক্যাথেড্রাল সোমবার (১৫ এপ্রিল) রাতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
টিআর/এসএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।